ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার ৩ সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত আসামী এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পর থেকে সে পালিয়ে রয়েছে।
পুলিশ মামলার বরাত দিয়ে জানান, উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে গত ৩০ অক্টোবর সকাল ৮টর দিকে ওই শিশুর বাবা বাড়ি থেকে বাইরে কাজে চলে যান। সকাল ১০টার দিকে মা তার বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় ওই শিশু বাড়িতে একাই ছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। শিশুদের সাথে খেলার সময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি যেতে বললে সে বাড়ি চলে যায়।
এসময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটির বাড়িতে যেয়ে তাকে গোয়াল ঘরে আসতে বলেন। কিন্তু ভয় পেয়ে শিশুটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ওই অভিযুক্ত ব্যক্তি ঘরের খোলা জানালা দিয়ে তার হাতে থাকা হাসুয়া দিয়ে ভয় দেখায়। এক পর্যায়ে যৌন নির্যাতন করে। এ ঘটনায় ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে মো: রমজান মোড়ল (৭০) নামের এক বৃদ্ধকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় একটি মামলা করেন।
ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।