আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে আলমডাঙ্গ উপজেলা প্রশাসন কর্তৃক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুয়াডাঙ্গার উন্নয়নকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তাসহ সকল প্রকার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।