আলমডাঙ্গা অফিস : বুধবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসের সামনে প্রায় শতাধিক কর্মী দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক স্বপন আলী বলেন, আমাদের রাজস্ব খাতে নিয়োগ আছে কিন্তু নিয়োগ বিধিমালা নেই। যেদিন থেকে আমরা যে পদে চাকরি শুরু করি চাকরির শেষ দিন পর্যন্ত সেই পদই থাকে। অর্থাৎ জীবন যেখান থেকে সেখানেই আবার মৃত্যু হয়। কোনো নড়চড় বা পদোন্নতি নেই। এ সময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পবিরার পরিকল্পনা কল্যাণ পরিদর্শীকা সমিতির সাধারণ সম্পাদক মালা খাতুন, পরিবার কল্যান সমিতির উপজেলা সভাপতি জোছনা খাতুনসহ আরো অনেকে। তারা বলেন, ১১ তরিখের মধ্যে দাবী না মানলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।