Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: বুধবার, ৩ ডিসেম্বর , ২০২৫, ১০:১৭:০৬ পিএম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আহাদ মো: রোস্তম আলী শিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (৩ ডিসেম্বর) মহম্মদপুর সদরের ধুপুড়িয়াস্থ নিজ বাড়িতে ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রোস্তম আলী শিকদারের বাড়ি মহম্মদপুর উপজেলা সদরের ধুপুরিয়া গ্রামে। তিনি আওয়ামীগের রাজনীতি ‘র সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে ও ৪ মেয়ে নাতী-নাতনী,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার আছর বাদ রোস্তম আলী শিকদারকে পূর্বনারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
এসময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: বনি আমিন, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাঃ মতিউর রহমান,উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা, বীরমুক্তিযোদ্ধা ডা.তিলাম হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা জামায়াতের আমির মাও. মোহাম্মদ নুর মহম্মদ,সেক্রেটারি মো: রেজাউল ইসলাম,টিএন্ডটির সাবেক কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক,উপজেলা জামায়াতের সভাপতি এম খসরুল আলমসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে পূর্বনারায়নপুর গোরস্থান ময়দানে দাফন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)