বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি শনিবার সংবাদ সম্মেলন করেছে । প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন। তিনি বলেন আমরা নিয়মতান্ত্রিক উপায়ে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি । নির্বাচনের ২ মাস পর মোফাজ্জেল হোসেনের নামে কোন এক ব্যক্তি সহকারী পরিচালক শ্রম দপ্তর খুলনায় একটি অভিযোগ দেয় । বিষয়টি জানতে পেরে আমরা আমাদের মালিক সমিতির মোফাজ্জেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন- আমি কোন অভিযোগ দেয়নি । এ বিষয়টি তিনি লিখিতভাবে শ্রম দপ্তর খুলনায় জানিয়েছেন । এ প্রসংগ উল্লেখ করে এবং আমাদের কমিটি অবৈধ আখ্যায়িত করে গত ৩ ডিসেম্বর মটর শ্রমিক ইউনিয়নের নামে যে সংবাদ সম্মেলন হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । প্রকৃত অর্থে শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৬১৮) এর বৈধ কমিটি সম্পর্কে বিতর্ক থাকায় স্থানীয় প্রশাসন আইনগতভাবে সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করেছে । আমরা শ্রমিক ইউনিয়নের নামে কোনো চাদা তুলি না । এ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।