Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আজ এমএ রশিদের ৮ম মৃত্যু বার্ষিকী

এখন সময়: সোমবার, ৮ ডিসেম্বর , ২০২৫, ০৭:১৮:২৭ এম

প্রেসবিজ্ঞপ্তি : শার্শার কেরালখালী পাড়িয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র নেতা এমএ রশিদের ৮ম মৃত্যু বার্ষিকী আজ ৮ ডিসেম্বর। ২০১৭ সালের এই দিনে তিনি মারা যান। এমএ রশিদের জন্ম ১৯৪৩ সালের ৭ মার্চ। ১৯৫৯ সালে শার্শার বুরুজবাগান হাইস্কুলে থেকে মেট্রিকুলেশন পাস করেন। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এম এ রশিদ ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ সম্পন্ন করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৮ নং সেক্টরে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭৩ ও ১৯৭৮ সালে জাতীয় নির্বাচনে তিনি শার্শা আসন থেকে অংশ গ্রহণ করেন। কর্মজীবনে তিনি নিজে হাতে গড়া শার্শার কেরালখালী পাড়িয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)