নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইলে খুচরা ও ক্ষুদ্র সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সার ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকালে নড়াইল শিল্পকলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ২০২৫ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষুদ্র সার ব্যবসায়ীদের ডিলারশিপ বাতিল করেছে, যা তাদের জীবিকা ও ব্যবসার ওপর বিরূপ প্রভাব ফেলবে। তারা দাবি করেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ডিলারশিপ ফের চালু করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শফিকুল আলম, সদস্য সচিব মনোয়ার হোসেন, পুলক কুমার বিশ্বাস, জিয়ারুল রহমান প্রমুখ।