Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

এখন সময়: সোমবার, ৮ ডিসেম্বর , ২০২৫, ০৭:৩৪:১৭ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সভায় উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা প্রেসক্লাব সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় দুই দিবস উদযাপনের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)