নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৮৯ মণিরামপুর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সহ-সভাপতি মাস্টার হাবিবুর রহমান, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি এ কে আজাদ, সভাপতি ফয়জুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোনায়েম মোড়ল।
সভায় মণিরামপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, কর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।