মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো ঘোষিত এই জেলা কমিটি হয়েছে ৭৩ সদস্য বিশিষ্ট। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. রাসেল মজুমদার। নতুন কমিটিতে সদস্য সচিব করা হয়েছে শালিখা উপজেলার শতখালি গ্রামের মো. সুলতান হোসেনকে।
মঙ্গলবার রাতে দলটির ফেসবুক পেজে কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এই কমিটির মেয়াদ ৬ মাস।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন খাজা মোঃ তরিকুল ইসলাম। তার সঙ্গে যুগ্ম আহবায়ক আছেন সাতজন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান ইমাম পলক। যুগ্ম সদস্য সচিব রয়েছেন ৮ জন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ শাকিল। সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ পাটোয়ারীসহ এই কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন পাঁচ জন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খাইরুল শেখ।
রাত ১০টার দিকে আহবায়ক ও সদস্য সচিবের মুঠোফোনে চেষ্টা করে পাওয়া যায়নি। তবে দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া সালেহ আহমেদ শাকিল জানান , ‘এটি মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি। নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করা হবে। নতুন নেতৃত্ব, রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও স্থানীয় সমস্যা নিয়ে জনসম্পৃক্ত কাজ বাড়ানোর উদ্যোগ নেব আমরা’।