ডুমুরিয়া প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন-কোনো ব্যক্তি বা দল নয়, আমরা কুরআনকে পার্লামেন্টে নিতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কুরআনের পক্ষে সবাই একটা ভোট দিবো। কুরআন শুধু মাদ্রাসা, মক্তব বা মসজিদে নয়, আমরা কুরআনকে পার্লামেন্টে নিতে ইসলামী দলগুলো একমত হয়েছি। হিন্দু ভাইয়েরাও বলেছেন কুরআনের শাসন যদি জারি হয় তা হলে হিন্দুরাও ভালো থাকবে। তারাও বিশ্বাস করেন কুরআন সৃষ্টিকর্তার আইন। তাই সৃষ্টিকর্তা আইন জারি করলে সেটা সকল মানুষের জন্য কল্যাণ।
বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে কুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেছেন। ইটভাটা ব্যবসায়ী আব্দুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখতার হোসেনের সঞ্চালনায় গোলাম পরওয়ার আরো বলেছেন, অতিতে যারা দেশ শাসন করেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর যারাই রাষ্ট্রে গিয়েছেন, সহজ কথা বলে জনগণের ভোট নিয়েছেন, তারা শুধু নিজেদের ভাগ্যের বদল করেছেন গরীবের ভাগ্যের বদল করেননি। আমরা এবার নতুন বাংলাদেশের জন্য ৮টি দল একমত হয়েছি। ইসলামী সব দলের একেক এলাকায় একজন করে প্রার্থী থাকবে। ৩০০ আসনে যার যেখানে পরিচিত, যার যেখানে বিজয়ের সম্ভাবনা ভাগ করে শীর্ষ নেতারা যেটা ঠিক করে দিবেন আমরা ভোট দিব এক জায়গায়। তিনি বলেন, আমাদের মার্কা একটাই থাকবে। যেখানে হাতপাখা থাকবে সেখানে দাঁড়িপাল্লা থাকবে না, যেখানে রিক্সা থাকবে সেখানে আমাদের অন্য কোন মার্কা থাকবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দি, খেলাফত মসলিস খুলনা জেলা সহসভাপতি মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ইসলামি আন্দোলনের মুফতি আব্দুস সালাম, মাওলানা ওমর আলী, সাইদ আল মাহমুদ, গাজী সাইফুল্লাহ, বিএম আলমগীর হোসেন, মাহমুদ আলম, মাহাবুবুর রহমান, জামির হোসেন, সামিদুল হাসান লিমন, মাওলানা মতিয়ার রহমান, মোসলেম উদ্দিন, ইটভাটা ব্যবসায়ী বাহারুল ইসলাম, ইকবাল জমাদ্দার, রঞ্জন কুমার সরদার, আজিজুর রহমান, কামরুল ইসলাম, ফজলুর রহমান, আমিনুর রহমান, পুস্পক সরদার প্রমুখ। এরআগে তিনি আটলিয়া ইউনিয়নের কাঠালতলা বাজারে গণসংযোগ করেন।