Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ০৫:৪০:১৯ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে শেখ মজিবর রহমান (৭০) নামে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের কিছুসময় পর হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত ব্যাক্তি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজ এর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
পুলিশ জানান, দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মজিবর রহমানকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ জানান, শেখ মজিবর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
মৃতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মজিবর রহমান একজনের এনজিও ঋণের জামিনদাতা ছিলেন। সেই ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। সেই মামলায় জামিনদাতা হিসেবে তার দুই মাসের সাজা হয়।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, শেখ মজিবর রহমান বাগেরহাট সিআর মামলার (সার্টিফিকেট মামলা) দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রাতে গ্রেপ্তারের কিছুসময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)