স্পন্দন ডেস্ক : রাজশাহীর গর্ত থেকে উদ্ধার সেই শিশুকে মৃত ঘোষণা রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সেই শিশু সাজিদকে বাঁচানো যায়নি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।