দাকোপ প্রতিনিধি : চালনা আচাভুয়া ডাকবাংলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নবনির্মিত মসজিদ উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর আচাভুয়া বাজারে নব নির্মিত হামজা (রাঃ) আচাভূয়া বাজার মসজিদ উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আচাভুয়া ডাকবাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সমিতির সহসভাপতি মনোরঞ্জন বাহাদুর, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সদস্য মোঃ শাহাদাত হোসেন, বাবু হাওলাদার, মোঃ আনিচুর রহমান, অমিত মন্ডল, মোঃ খানজাহানসহ বাজারের ব্যবসায়ী এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চালনা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর।