নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন যশোরের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। শেষে মঞ্চস্থ হয়েছে নাটক ‘চম্পাবতীর পালা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ ( কবি রেজাউদ্দিন স্টালিন) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্ দ্দৌলা ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমান। এ সময় অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ ওস্তাদ অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়, মঞ্চভিনেতা মহিউদ্দিন লালু ও নৃত্য প্রশিক্ষক সঞ্জীব চক্রবর্তী।
এ সময় প্রধান অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন- যে যে মাধ্যমে বা যে বিষয়ে পারদর্শী তাকে সে বিষয়ে কাজ করে যেতে হবে। অন্যদেরও দায়িত্ব তাদের উৎসাহ প্রদান করা। তিনি বলেন- ছোট বেলা থেকে আমার লেখালেখির প্রতি ঝোঁক ছিল। আমাকে সে সময়ে অনেকেই উৎসাহ যুগিয়েছে।
তিনি বলেন- সুস্থ ও সংস্কৃতি বিকাশে শিল্পকলা একাডেমি পাশে থাকবে। সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে মঞ্চে পরিবেশিত হয় নাটক ‘ চম্পাবতীর পালা’।
কবি জসিম উদ্দীনের লেখা থেকে পালানাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন প্রবাসী হাসান।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গয়াবাইদ্যা চরিত্রে সবুজ রহমান, চম্পাবতী চরিত্রে আলেয়া আফরোজ প্রেমা, মোড়ল চরিত্রে সঞ্জয় বিশ্বাস, মালেকা চরিত্রে সানজিদা খাতুন, মাইনকা চরিত্রে রিপন ঠাকুর, শিশু আয়ান ও শিহা, টুনার মা চরিত্রে ফারিয়া, আসমানী চরিত্রে নীলাশা নীল, শুনিন চরিত্রে মফিজুর রহমান, বৈষ্টুম চরিত্রে সেলিম হোসেন, ওঝা চরিত্রে হাসান এবং লাটিয়াল চরিত্রে ধীমান, সাইদুর,রাজি ও সেলিম। এছাড়াও মঞ্চের নেপথ্যে ছিলেন মিউজিকে সন্তু বিশ্বাস, আলোক প্রক্ষেপণে কবীর, কস্টিউমস ও কোরিওগ্রাফিতে সঞ্জয় ও প্রেমা এবং রূপসজ্জায় স্বপন দাস। পূর্ণাঙ্গ এই পালা নাটক মিলনায়তন পূর্ণদর্শক উপভোগ করেছে।