Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ১৫ ডিসেম্বর , ২০২৫, ০১:৪৯:১৭ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া এলাকায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই ঘোড়দৌড় দেখতে আশপাশের গ্রামের হাজারো মানুষ জড়ো হওয়াতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
জানা যায়, প্রতিযোগিতায় খুলনা, যশোর, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। প্রায় ১৭টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সিদ্দিপাশা থেকে ঘোড়দৌড় দেখতে আসা দর্শনার্থী আনোয়ার হোসেন বলেন, এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে এসেছি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়ওয়ালা আব্দুর রহমান জানান, অর্থের জন্য নয়। ভালোবাসা ও নেশার মতো টান থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিই। দর্শকদের আনন্দ দিতে পেরে আমি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করি।
ঘোড়দৌড় প্রতিযোগিতার অন্যতম আয়োজক কবিরুল ইসলাম বলেন, মানুষের বিনোদনের পাশাপাশি সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেয়াই আমাদের লক্ষ্য। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)