প্রেসবিজ্ঞপ্তি : যশোর সদর উপজেলার কৃতিসন্তান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মনোনীত হয়েছেন। দলের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর অনুমতিতে গত ১২ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমাদ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। মুহাম্মাদ আব্দুল আওয়াল এবার তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মনোনীত হলেন।