খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ-এর খাজুরা প্রতিনিধি জীবন আচার্য্যের বাবা অনীল চন্দ্র আচার্য্য (সোনাঠাকুর) আর নেই। বুধবার বিকেলে মারা গেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
অনীল চন্দ্র আচার্য্য খাজুরা বাজারতলির মথুরাপুর এলাকার মৃত পঞ্চানন আচার্য্যের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে সহধর্মিণীকে হারানোর পর থেকেই গভীর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন অনীল চন্দ্র। প্রিয়জন হারানোর শোক বুকে ধারণ করেই দিন কাটছিল তার। গত শনিবার হঠাৎ হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. কাজলকান্তি দা-এর থেকে চিকিৎসা ও পরামর্শে নিজবাড়িতে রেখে চিকিৎসা চলছিল। বুধবার দুপুরে হঠাৎ অনীল চন্দ্রের শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত যশোর জেনারেল নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
অনীল চন্দ্র আচার্য্য (সোনাঠাকুর) গ্রাম্য চিকিৎসক হিসাবে সমাজে একজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।