শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটিরসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, শ্রীকোল ইউপির চেয়ারম্যান কুলসুম খাতুন, গয়েশপুর ইউপির প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন, আমলসার ইউপির প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, নাকোল ইউপি প্যানেল চেয়ারম্যান মো. গোলাম ফারুক, দ্বারিয়াপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মওলাসহ অন্যরা।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা, মাদক, বিকাশ প্রতারণা, বিষয়ে আলোচনা করা হয়।