ক্রীড়া প্রতিবেদক : যশোরে বৃহস্পতিবার শুরু হয়েছে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে ৩ টি খেলা হয়েছে। বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগে একমাত্র খেলায় জয় পেয়েছে ঘোপ ক্রীড়া চক্র। সকালে অনুষ্ঠিত নারী বিভাগের দুটি খেলায় জয় পায় চুনবিউ স্পোর্টিং ক্লাব ও তসবির মহল একাদশ। পুরুষ বিভাগের একমাত্র খেলায় অংশ নেয় ঘোপ ক্রীড়া চক্র ও শাহাদত স্মৃতি সংঘ। এ খেলায় ঘোপ ক্রীড়া চক্র ২৪-১৩ গোলের ব্যবধানে পরাজিত করে শাহাদত স্মৃতি সংঘকে। ঘোপ ক্রীড়া চক্রের তপু ও বিল্লাল উভয়ে ৭ টি, বোরহান ৩ টি, রাজু, রাসেল ও শুভ প্রত্যেকে ২ টি এবং ইনসান একটি গোল করেন। শাহাদত স্মৃতি সংঘের রোহিত ৫ টি, মিলন ৩ টি, রাতুল ২ টি এবং বোরহান, আবির ও নিশান প্রত্যেকে একটি করে গোল করেন। অন্যদিকে সকালে অনুষ্ঠিত নারী বিভাগের প্রথম খেলায় অংশ নেয় চুনবিউ স্পোটিং ক্লাব ও তীর্যক যশোর। এ খেলায় চুনবিউ স্পোটিং ক্লাব ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে তীর্যক যশোরকে। চুনবিউ স্পোটিং ক্লাবের বৈশাখী ২ টি এবং ইয়াসমিন ও সম্পা উভয়ে একটি করে গোল করেন। তীর্যক যশোরের নিলা একমাত্র গোলটি করেন। দ্বিতীয় খেলায় অংশ নেয় তসবির মহল একাদশ ও সৃষ্টি। এ খেলায় তসবির মহল ৩-০ গোলের ব্যবধানে হারায় সৃষ্টিকে। তসবির মহলের রোদেলা, জুই ও জ্যোতি প্রত্যেকে একটি করে গোল করেন। বিকেলে বেলুন ও ফেসটুন উডিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব হিমাদ্রী সাহা মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ভিত্তিক লিগ কমিটির সমন্বয়কারী সাঈদ আহমেদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এ জেড এম সালেক ও ক্রীড়া সংগঠক শেখ হাফিজুর রহমান লাবু। সভাপতিত্ব করেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মুস্তাক নাসির টনি। এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, সোহেল আল মামুন নিসাদ, লাবু জোয়াদ্দারসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার। এদিকে,কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। পুরুষ ও নারী উভয় গ্রুপে ৯ টি করে দল অংশ নিচ্ছে। ৩ টি করে গ্রুপ করা হয়েছে। তিন গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল সুপার থ্রিতে খেলবে। সুপার থ্রিতে সবাই সবার সাথে খেলবে। এখান থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ অর্জনকারী দল রানার্স আপ হবে।