Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

এখন সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর , ২০২৫, ০৭:১৫:৪৩ এম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ (শালিখ-মহম্মদপুর ও মাগুরা সদরের আংশিক) সংসদীয় আসনে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মাগুরা-এর কার্যালয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিনোদপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো: গোলাম আজম সাবু মিয়া,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য-সচিব ও মহম্মদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: আকতারুজ্জামান আক্তার,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম-আহবায়ক এস এম ইউনুচ আলী সর্দার,সাবেক যুগ্ম-আহবায়ক মো: নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো: জহুরুল হক,যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী হিরো, জেলা বিএনপি’র সদস্য আরাফুজ্জামান রিংকু,শালিখা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মো: আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, মাগুরা সদর বিএনপি’র দক্ষিণ ইউনিটের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)