ডুমুরিয়া প্রতিনিধি : ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রোববার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বিশাল সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৪টার পর থেকে ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা স্বাধীনতা চত্বরে আসা শুরু করে। বিকাল ৫টার মধ্যে হাজার হাজার নেতাকর্মীর আগমনে স্মৃতিসৌধ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। “মা, মাটি ডাকছে তারেক রহমান আসছে, তারেক জিয়া আসছে, রাজপথ কাঁপছে” এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে স্বাধীনতা চত্বর। এরপর স্বাধীনতা চত্বর থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি ডুমুরিয়া কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্বদেন খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, উপজেলা বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, গাজী আব্দুল হালিম, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুর রহমান, হাবিবুর রহমান হবি, শেখ শাহিনুর রহমান, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ ফরহাদ হোসেন, অরুন গোলদার, মশিউর রহমান লিটন, খান আবজাল হোসেন, আমিনুর রহমান, ডাঃ আলম, মুনিমুর রহমান নয়ন, মোল্যা মশিউর রহমান, শেখ হেলাল উদ্দিন, প্রভাষক মুঞ্জুর রশিদ, ফয়সাল আহমেদ, মনিরুজ্জামান সোহাগ, হুমায়ুন কবির স্বপন, আঃ রব আকুঞ্জি, মাস্টার আমিরুল ইসলাম, আবুল হোসেন সরদার, আঃ সালাম মহালদার, শাহদাৎ হোসেন, আহম্মদ আলী, শাহিনুর রহমান, শফিকুল ইসলাম, ইকরামুল হোসেন, আতিয়ার রহমান, আঃ ছালাম, শহীদ মোড়ল, শেখ আব্দুল মান্নান প্রমুখ।