ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সমিতির টাকার লেনদেনকে কেন্দ্র করে গোবিন্দ মন্ডল নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও গৃহকত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে পাওনাদারদের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ আহত গৃহকত্রী রিতা মন্ডল ও তার মেয়ে বৈশাখীকে উদ্ধার করে। পরে তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, “হাজিডাঙ্গা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখি সমবায় সমিতি লিঃ’ এর সত্ত্বাধিকারী রঞ্জন মন্ডল সমিতির অসংখ্য গ্রাহকের কয়েক কোটি টাকা না দিয়ে গত ১৫ আগস্ট তারিখে নিরুদ্দেশ হয়। তবে তিনি যাওয়ার আগে ছোট ভাই গোবিন্দ মন্ডলের নিকট চিংড়া মৌজায় ৬৮ শতক জমি দানপত্র করে গেছেন। কথা ছিলো ওই জমি বিক্রি করে পাওনাদার পরিশোধ করার।
এ বিষয় গোবিন্দ মন্ডল জানান, বড় ভাই রঞ্জন মন্ডলের প্রায় ৫ কোটি টাকার দেনা রয়েছে গ্রাহকের কাছে। এমতাবস্থায় তিনি দেশ ত্যাগ করার আগে ডুমুরিয়া বাজারে ৪৯ জন গ্রাহকের পাওনা ৮১ লাখ ৭৫ হাজার টাকা আমার উপর ধরে দেন। তিনি আমাকে যেটুকু জমি দিয়েছেন তার মূল্য ৫৫ থেকে ৬০ লাখ টাকা। সে জমি এখনো বিক্রি করা হয়নি। তবে যাদেরকে টাকা পরিশোধ করার কথা ছিলো আমি আস্তে আস্তে তাদের টাকা পরিশোধ করছি। আর যারা আমার বাড়িতে হামলা করেছেন তারা কেউ আমার কাছে টাকা পাবেন না বা তাদেরকে দেয়ার কথাও নেই। তিনি বলেন, আমি ছাড়া আরো ৫/৬ জনের নিকট সম্পত্তি বিক্রি করেছেন। শুনেছি তাদের পরেও গ্রাহকের টাকা পরিশোধ করার দায়িত্ব রয়েছে। অন্যরা প্রভাবশালী হওয়ায় গ্রাহকরা আমার উপর অযথা চাপ প্রয়োগ করছে বলে তিনি জানান।
থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আহত গৃহকত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।