Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নারী হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যশোর

এখন সময়: সোমবার, ২২ ডিসেম্বর , ২০২৫, ১১:১৯:৪৪ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে সোমবার শেষ হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট (আঞ্চলিক পর্ব,জোন-৩)। অপরাজিত জোন চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর জেলা দল। একই সাথে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো যশোর। আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। এদিকে, সোমবার বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত জোন ফাইনালে যশোর জেলা দল ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে ঝিনাইদহ জেলা দলকে। যশোর জেলা দলের সোনিয়া খাতুন ৪৫ ও ৫৭ মিনিটে ২ টি এবং প্রিয়া খাতুন ১২ মিনিটে ও জয়া মন্ডল ৪৪ মিনিটে একটি করে গোল করেন। ঝিনাইদহ জেলা দলের রুনা খাতুন ম্যাচের ৩৫ মিনিটে একমাত্র গোল করেন। ম্যাচ সেরা ও সর্বোচ্চ গোলদাতা (৩ গোল) হয়েছেন যশোর জেলা দলের সোনিয়া। রাইজিং প্লেয়ার হন যশোরের প্রিয়া মন্ডল, সেরা গোলকিপার যশোরের সুমি এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ঝিনাইদহের নাদিরা। এছাড়া হকি স্ট্রিক দেয়া হয়েছে যশোরের সিনথিয়া ও ঝিনাইদহের রিভাকে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড আবু সাইদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক এবং হকি ফেডারেশনের কর্মকর্তা বদরুল ইসলাম দিপু। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাহমুদ রিবন। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে হলো এ টুর্নামেন্ট।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)