ক্রীড়া প্রতিবেদক : বি এফ এফ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব খেলতে নোয়াখালী গেলো যশোর জেলা দল। নোয়াখালীর শহীদ ভুলা স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্বের খেলা। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর উদ্দেশ্যে যশোর ছাড়েন খেলোয়াড় ও কর্মকর্তারা। গতকাল বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে যশোর জেলা দল ঘোষণা এবং ফটোসেশন করা হয়। যশোর জেলা দল ২৪ ডিসেম্বর বিকেএসপি ও ২৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলা দলের সাথে খেলবে। ঘোষিত যশোর জেলা দল-মোস্তাকিম বেপারী জয়, রিদওয়ান করিম সিদ্দিকী, জিম হোসেন,সামিউল কবির, মাহফুজুর রহমান, আল নিশান , আরাফউল্লাহ্ , সিয়াম হোসেন , সাবিক ইসলাম , আমিনুর ইসলাম তামীম , সাহেদ হোসেন, তারেক হাসান , মো. রাকিব , মনোয়ার ইসলাম ,হানিম ফয়সাল বার্তা, মো. ফয়সাল, ইউসুফ গাজী, ইমন শেখ , মাসুম বিল্লাহ ,নিরব আহাম্মেদ, রাইসুল ইসলাম , টগর আলী, মো. ইয়াছিন , আরিফুল ইসলাম আবীর ও রিফাত ইসলাম। প্রধান প্রশিক্ষক আনোয়ার পারভেজ ও সহকারী কোচ মো. রফিক এবং ম্যানেজার শেখ শাহজাহান রনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অয়োজনে হচ্ছে এ লিগ।