ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় পরাজিত হয়েছে যশোর জেলা দল। সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা জেলা দলের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেয়ে যায় যশোর। যশোর জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে, ২৪ ওভার ৩ বলে ৬ উইকেট হাতে রেখে জয় পায় সাতক্ষীরা জেলা দল। সাতক্ষীরা জেলা দলের হাসিবুর রহমান ২২ রানে একাই নেন ৬ টি উইকেট এবং ফরিদুজ্জামান পান ৩ টি উইিকেট। যশোরে মুবতাসি ২ টি উইকেট পান। যশোর জেলা দল ২৪ ডিসেম্বর বাগেরহাট ও ২৭ ডিসেম্বর মাগুরা জেলা দলের সাথে খেলবে।