ক্রীড়া প্রতিবেদক : যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে সোমবার। আজ মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় পবের খেলা (সুপার থ্রি)। এদিকে, সোমবার প্রতিযোগিতার ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পুুরুষ বিভাগের ৩ টি খেলায় জয় পেয়েছে ঘোপ ক্রীড়া চক্র ও সৌখিন ক্রীড়া জাগরণ এবং অপর ম্যাচটি ড্র হয়। নারী বিভাগের একমাত্র খেলায় জয় পেয়েছে রয়েল স্পেটিং ক্লাব। পুুরুষ বিভাগের খেলায় সৌখিন ক্রীড়া জাগরণ ২৫-৭ গোলের ব্যবধানে পরাজিত করে চাঁচড়া রেলগেট যুব সংঘকে। দ্বিতীয় খেলায় ঘোপ ক্রীড়া চক্র ২১-১ গোলের বড় ব্যবধানে হারায় ফারুক স্মৃতি সংঘকে। দিনের অপর ম্যাচটি ৫-৫ গোলে ড্র হয়। এ খেলায় অংশ নেয় তপর স্মৃতি সংসদ ও কাজীপাড়া একাদশ। নারী বিভাগের একমাত্র খেলায় রয়েল স্পোটিং ক্লাব ২১-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার অরুন ভট্টাচার্য সংসদকে। পুরুষ বিভাগে সুপার থ্রিতে উঠেছে, ঘোপ ক্রীড়া চক্র , আব্দুস সাত্তার স্মৃতি সংঘ ও সৌখিন ক্রীড়া জাগরণ। নারী বিভাগের সুপার থ্রিতে উঠেছে, মোহসেনা আলি আহম্মদ স্মৃতি সংসদ, টাউন ক্লাব ও রয়েল স্পোটিং ক্লাব। সুপার থ্রিতে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ফাইনালে খেলবে।