ক্রীড়া প্রতিবেদক : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের আয়োজনে মাদকবিরোধী ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী স্থানীয় জিমনেসিয়ামে (ইনডোর) অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেয় ১৬ টি দলে। চাম্পিয়ন হয়েছেন অন্তু‘ ও রাফি এবং রানার্স আপ হন সামি ও জাহিদ জুটি। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন অন্তু। চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ দরকে ৮ হাজার টাকা ও ট্রফি দেয়া হয়। খেলা শেষে উপপরিচালক পারভীন আখতার মাদকের কুফল ও প্রতিকার সম্পর্কে বক্তব্য প্রদান করেন। পরে খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের সঙ্গে নিয়ে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করান। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভাপতিত্ব করেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার। উল্লেখ্য, খেলায় বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের ৪ জন প্রমিলা সদস্য মাধুর্য, মুগ্ধ, ঐশি ও কুয়াশা অংশগ্রহণ করেন।