ক্রীড়া প্রতিবেদক : তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিস যশোরের আয়োজনে সোমবার দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে মুন্সি মেহেরুল্লাহ একাডেমি এবং রানার্স আপ হয় আঞ্জুমানারা একাডেমি। সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত ফাইনালে মুন্সি মেহেরুল্লাহ একাডেমি সরাসরি ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে আঞ্জুমানারা একাডেমিকে। ৬ টি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন। বিকেলে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার।