নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সাথে মতবিনিময় করেছেন শহীদ মশিউর রহমান ল’ কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় যশোর জেলা আইনজীবী ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সৈয়দ সাবেরুল হক ল’ কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা ও ‘তারুণ্যের বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের সচেতন, শিক্ষিত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি দেশের সাধারণ মানুষের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শহীদ মশিউর রহমান ল’ কলেজের শিক্ষার্থী ও যশোর নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি সামিউল ইসলাম তুষার, মনিরুজ্জামানসহ ল’ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।