Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ‘জলবায়ু অভিবাসী সমন্বয় কমিটি’র কর্মশালা

এখন সময়: সোমবার, ২২ ডিসেম্বর , ২০২৫, ১১:৩৬:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভায় বসবাসরত জলবায়ু অভিবাসীদের সমন্বয় ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘জলবায়ু অভিবাসী সমন্বয় কমিটি’র পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘সম্প্রীতি’ প্রকল্পের আওতায় এবং যশোর পৌরসভার সমন্বয়ে সোমবার যশোরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী। এই কর্মশালার মাধ্যমে যশোর পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বসবাসরত জলবায়ু অভিবাসীদের মধ্য থেকে সকল পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করে ১১ সদস্যবিশিষ্ট তিনটি সমন্বয় কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলোতে জলবায়ু অভিবাসীদের পাশাপাশি শিক্ষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, ছাত্র/ছাত্রী প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে গঠিত কমিটির সদস্যবৃন্দের পাশাপাশি যশোর পৌরসভা থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও শহর পরিকল্পনাবিদ উপস্থিত ছিলেন। এছাড়াও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ-এর ‘সম্প্রীতি’ প্রকল্পের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
এই কর্মশালাটি জলবায়ু অভিবাসীদের কণ্ঠস্বর শক্তিশালী করা এবং স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এগিয়ে নেয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)