মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন অত্যন্ত জাঁকজমক শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম নহাটায় সোমবার দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। স্থানীয় নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন। প্রধান উদ্যোক্তা মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো: আজিজুর রহমান টুটুলের সার্বিক সহযোগিতায় অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু করেছেন। প্রসিদ্ধ এই বাজার টি’তে মোট ভোট সংখ্যা ছিল ৭০৩ জন। সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন, সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মারুফ হোসাইন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মুস্তাফিজুর রহমান মহিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান,সাংগঠনিক সম্পাদক রিফাত উল্লাহ,দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিন রুবেল,সমাজ কল্যাণ সম্পাদক,মো: নুর ইসলাম, ক্রীড়া সম্পাদক পলাশ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।একই সাথে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যকরী সদস্য হলেন পাঁচ জন, তারা হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, নাহিদ পারভেজ ,বিপ্লব হোসেন, তামজিদ হোসেন,ও মুজাহিদুল ইসলাম। ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।