ডুমুরিয়া প্রতিনিধি : গ্রামের বাড়ি থেকে হেলিকপ্টারে বৃদ্ধা মাকে ঢাকায় নিয়ে গেলেন শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান। তিনি মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে গ্রামের বাড়ি থেকে মাকে ঢাকায় নিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা মাঠে অবতরণ করে “মেঘনা এভিয়েশন” নামের প্রাইভেট কোম্পানির হেলিকপ্টারটি। সেখানে ৬ মিনিট অবস্থান করে। এরপর মা রাহিলা বেগম (৮৫)কে নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়ন হয়। এ সময় স্থানীয় শত’শত নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী উৎসুক জনতার ভিড় জমে গাবতলা ফুটবল মাঠে। ইঞ্জিঃ হাবিবুর রহমানের ঢাকায় টেকনোপ্লাস্টসহ ৪টি বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। তিনি খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে। এদিন হাবিবুরের ছেলে আবিদ হাসান নিপু তার দাদিকে নিতে এসেছিলেন। হেলিকপ্টারটি ঘন্টায় ১ লাখ ১৫ হাজার টাকা ভাড়া (সাথে ভ্যাট ও ট্যাক্স যোগ হবে)।