ডুমুরিয়া প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গলদা ও বাগদা চিংড়ি দেশের জন্য একটি গর্ব এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। গলদা ও বাগদা চিংড়ি দেশের কৃষি ও রপ্তানি খাতের একটি উজ্জ্বল দিক, যা দেশের অর্থনীতিতে যেমনি গুরুত্বপূর্ণ অবদান রাখছে তেমনি গ্রামীণ পরিবারের আর্থিক উন্নয়নেও সহায়তা করছে। এ চাষকে টিকিয়ে রেখে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সরকার চাষীদেরকে সব ধরণের সহযোগিতা দিয়ে পাশে থাকতে চায়।’ গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বড়ডাঙ্গা গ্রামে ক্লাস্টার চিংড়ি খামার পরিদর্শনে যেয়ে তিনি একথা বলেন। চিংড়ি চাষীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘গলদা উৎপাদনে ডুমুরিয়া একটি উর্বর ভুমি। আমরা আশাকরি ডুমুরয়ার চাষীরা চিংড়ি চাষকে আরো এগিয়ে নিয়ে যাবে। এজন্য সরকার চাষীদেরকে সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত। পর্যাক্রমে দেশে ভেনামি চিংড়ি চাষকেও গুরুত্ব দিবে সরকার।’ তবে আগে গলদা ও বাগদা চাষকে টিকিয়ে রাখার কথা কয়েকবার বলেছেন তিনি। এসময় চাষীরা গলদা চিংড়ির মানসম্মত পোনার সংকট, বাজার নিয়ন্ত্রণে অব্যস্থাপনা এবং পাশ্ববর্তি শৈলমারী নদী পলি জমে ভরাট হওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আশানুরুপ চিংড়ি চাষাবাদে ব্যহতসহ চিংড়ি শিল্পের নানা সংকটের কথা তুলে ধরেন। চাষীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘গলদার মানসম্মত পোনার খুবই সংকট রয়েছে। তবে পোনা সংকট নিরসনে আগামীতে সরকার পদক্ষেপ নিবে।’ বড়ডাঙ্গার ক্লাস্টারে নারী-পুরুষ একসাথে মিলেমিশে গলদা চিংড়ি চাষ করায় তিনি চাষীদেরকে অভিনন্দন জানিয়েছেন। জলাবদ্ধতা নিয়ে উপদেষ্টা বলেছেন, ‘ডুমুরিয়ায় ভয়াবহ জলাবদ্ধতার কথা ইউএনও’র মাধ্যমে শুনেছি। জলাবদ্ধতা স্থায়ী সমাধানে দ্রুত শৈলমারি নদী ড্রেজিংয়ের মাধ্যমে সচল করার বিষয়ে নিয়ে মন্ত্রণালয়ে উত্থাপন করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নাঈম মুহাম্মদ আবদুছ ছবুর, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, সিনিয়র সহকারি পরিচালক এইস এম বদরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির। প্রোগ্রাম সঞ্চালনা ও সার্বিক ব্রিফিং করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। খামারীদের মধ্যে বক্তব্যদেন বড়ডাঙ্গা ক্লাস্টার সমিতির সাধারণ সম্পাদক সুজিত মন্ডল, চাষী সুবেন্দু বিশ্বাস, জয় প্রকাশ বিশ্বাস, মিতালী মন্ডল, নয়ন বিশ্বাস, সুচরিতা বিশ্বাস, বিথিকা মন্ডল প্রমুখ।