Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাবার ইঞ্জিনচালিত ভ্যানে খেলা করতে গিয়ে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর , ২০২৫, ১২:৫০:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর বসুন্দিয়ার খোলাডাঙ্গায় ইঞ্জিনচালিত ভ্যানে খেলা করার সময় দুর্ঘটনাবসত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রুহান (৫)। সে রবিউল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- রুহানের বাবা বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি এসে চাবিসহ ভ্যানটি রেখে পাশের দোকানে যান। এ সময় শিশু রুহান খেলা করার একপর্যায়ে অসাবধানতাবশত ভ্যানের হ্যান্ডেলে হাত দিলে সেটি চলতে শুরু করে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রুহান ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)