নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখা। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.শরিফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আহসান হাবিব, নাক-কান-গলা বিভাগের সরকারি অধ্যাপক ডা. নাজমুল হক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ড্যাব নেতা ও সার্জারি বিশেষজ্ঞ ডা. আবুল কালাম আজাদ এবং ডা. ফারুক এহতেশাম পরাগ। বক্তারা বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের আপসহীন নেতা। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, বরং এ দেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন। আলোচনা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তমিজ উদ্দিন।