Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘নড়াইলের উন্নয়নে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে’ : জামায়াত প্রার্থী বাচ্চু

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৪:২২:৫৮ পিএম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) জায়ামাতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেছেন, নির্বাচনী এলাকার সমস্যা ও সম্ভাবনার আলোকে দ্রুতই ইশতেহার ঘোষণা করা হবে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
জায়ামাত প্রার্থী আতাউর রহমান বাচ্চু আরো বলেন, নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ‘উন্নয়ন কমিটি’ গঠন করা হবে। এই কমিটিতে শিক্ষক, বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বার, আলেম, ওলামা, পুরোহিতসহ সব ধর্মের প্রতিনিধি, যুবক, ছাত্রছাত্রী, শ্রমিক, নারী এবং সমাজপতিসহ বিভিন্ন পেশার মানুষ থাকবেন। যার যার এলাকায় কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নির্ধারণ করে ধারাবাহিক ভাবে উন্নয়ন করব। আমার উন্নয়নের নীতিমালা হবে, সমবন্টন-কোনো বৈষম্য নয়। সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ হবে, সেই কাজে কত টাকা খরচ হবে; তা জনসম্মুখে টানিয়ে দেয়া হবে। তখন বোঝা যাবে, কোন এলাকায় কতটুকু কাজ হয়েছে, কত খরচ হয়েছে। উন্নয়ন কাজে সমবন্টন হয়েছে কিনা, তা স্পষ্ট হবে। এমন হবে না যে, আমার এলাকা বা ইউনিয়নে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, অন্যত্র উন্নয়ন হচ্ছে না। আমি এমন নীতিতে বিশ্বাসী না। আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে কবুল করেন, তাহলে বিষয়টি আপনারাই স্পষ্ট দেখতে পারবেন।
জোট থেকে নড়াইল-২ আসনে কোন প্রার্থীকে চূড়ান্ত করা হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, কেন্দ্র থেকে বিষয়টি ঘোষণা করা হবে। আমরা প্রস্তুত আছি। যাকে নড়াইল-২ আসনে চূড়ান্ত করা হবে, জোটের পক্ষ থেকে সবাই তার জন্য কাজ করবেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি সেকেন্দার আলী, নড়াইল-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামায়াত নেতা বাদশা মিয়া, ইমদাদ হোসেনসহ সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)