Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

এখন সময়: বুধবার, ৭ জানুয়ারি , ২০২৬, ১১:৪৯:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া তেলপাম্প এলাকায় ইজিবাইক চালক দুলু শেখকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে প্রতিপক্ষরা হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত দুলু শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুলু দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের হিরু শেখের ছেলে। এ ঘটনায় সোমবার (৫ জানুয়ারি) লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত দুলু ও তার পরিবারের সদস্য জানান, গত ৪ জানুয়ারি বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে রাজুপুর গ্রামের রাকিব মন্ডলসহ (২৮) তার সহযোগী অজ্ঞাত ৩ থেকে ৪জন ব্যক্তি দুলু শেখের ইজিবাইক ভাড়া নেন। ইজিবাইক ভাড়া নেয়া ব্যক্তিরা দিঘলিয়া তেলপাম্প এলাকায় কবরস্থানের কাছে পৌঁছালে দুলু শেখের ওপর হামলা চালায়। পূর্বপরিকল্পিত ভাবে ওইস্থানে থাকা নোয়াগ্রামের মুজিবর শেখ, আবু সাইদ শেখ, মাহাবুর শেখ, তুষার শেখের স্ত্রী রোকেয়া বেগম জান্নাত ইজিবাইক চালক দুলু শেখকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড় দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
এ সময় হামলাকারীরা দুলু শেখের কাছ থেকে চার হাজার টাকা এবং ইজিবাইকটি ছিনিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)