ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি দলীয় নয় দেশ নেত্রী হিসেবে দেশের কল্যাণে কাজ করে গেছেন। অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই জেলজুলুম, রাজপথে হামলা, অসংখ্য মিথ্যা মামলা, গৃহবন্দী এমনকি ফ্যাসিষ্ট হাসিনা তাকে বাড়ি ছাড়া করেছে। মৃত্যুর পর তার জানাযায় দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিই প্রমাণ করে দেশবাসির মনের মনিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন।
সোমবার দিনব্যাপী উপজেলা বিএনপি ও শ্রমিক দলের আয়োজনে পৃথক পৃথক তিনটি শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলা ১টায় উপজেলা শ্রমিক দল আয়োজিত ফুলতলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত, জেলা বিএনপি নেতা এস এ রহমান বাবুল, ওয়াহিদ হালিম ইমরান, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহিদ হাসান লাভলু, বকুল ভুইয়া, ইসমাইল হোসেন মোড়ল, তুহিন খন্দকার, আবুল কালাম, ইলিয়াজ হোসেন ভুঁইয়া, চান মিয়া, বোরহান গাজী, কালাম হাওলাদার, হান্নান সরদার, লুৎফর হাওলাদার, হাবিবুল্লাহ, শাহাবুদ্দিন, সোহেল, মামুন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ আঃ মতিন। পরে যুগ্নিপাশায় মোঃ আকতার মাহমুদ মোড়লের সভাপতিত্বে এবং ৬ নং ওয়ার্ডে বিএনপি নেতা রবিউল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুরুপ কর্মসূচিতে অতিথিবৃন্দ যোগদান করেন।
এদিকে বেলা সাড়ে ১১টায় প্রার্থী আলি আজগার লবি ইউএনও সুচি রানী সাহার সাথে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইছহাক, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার, মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পালসহ কর্মকর্তাবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।