Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ১২:২৩:১৫ এম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আটককৃত গোপালপুর গ্রামের মোস্তফার ছেলে সানি (২০) ও জাহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২২) কে মাগুরার আদালতে প্রেরণ করা হয়। উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। সানির মালিকানাধীন একটি মেহগনি বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)