Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এখন সময়: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬, ০৮:৪৬:২৮ এম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ফকিরহাট শাখার উদ্যোগে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তা, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মল্লিক আব্দুস সাত্তার, শিক্ষক, শেখ সুমন হোসেন, শ্যামল চন্দ্র মন্ডল, সবুজ দাস, সরদার কামাল হোসেন, দুলাল গোলদার, শেখ মনিরুজ্জামান, বিএনপি নেতা মো; আলমগীর হোসেন, কাজী শাহেনশাহ মিথুনসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে দেশে একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। #

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)