কেশবপুর প্রতিনিধি : কেশবপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলন স্টোর নামে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করেছেন। গত বৃহস্পতিবার কেশবপুর পৌর শহরের বড়কাঁচা বাজারভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারসহ ১০ টি প্রতিষ্ঠানে তদারকি করেন টিমটি। অধিদপ্তর সূত্রে জানা গেছে, মিলন স্টোরে বাচ্চাদের খাদ্য লজেন্সসহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্য বিক্রয় করেছেন। এ অপরাধের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক ১০দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরীকৃত মিষ্টান্নর গুণগত মানের তদারকি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। যশোর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র অফিসার কিশোর কুমার সাহাসহ ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।