Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সাবেক পৌর কাউন্সিলর বাবুর পিতার দাফন

এখন সময়: শনিবার, ১০ জানুয়ারি , ২০২৬, ১০:১৩:৩৮ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন বাবু’র পিতা নাজির হোসেন বিশ্বাসের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে মরহুমের নিজ বাড়ির পাশে তার জানাজা শেষে পৌর শহরের আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তিনি গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করে শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী, আমার বাংলাদেশ-(এবি) পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান, নিহতের ছোট ভাই নূর আলী বিশ্বাস প্রমুখ। মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)