নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা শুক্রবার প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র সাঈদ সান বিশেষ অতিথি ছিলেন। আয়োজক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহবায়ক শায়েদ মো. রিজভীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রশ্ন উত্তর পর্ব শেষে সাংগঠনিক পর্যালোচনা করেন মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল এবং সার্বিক আলোচনা করেন সদস্য সচিব বি এম আকাশ হোসেন বিজয়।