Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সন্ন্যাসগাছা ছাত্র সংসদ

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ০৭:১৮:০৪ পিএম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এসপি)র পরিচালনায় চার লক্ষ টাকার কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। খেলায় সন্ন্যাসগাছা ছাত্র সংসদ কেশবপুর ট্রাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব সাতক্ষীরাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা নির্ধারিত সময় ২-২ গোলে অমীমাংসিত থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আফ্রিকান খেলোয়াড় এলেম, প্রথম গোলদাতার পুরস্কার পান কৃষ্ণপদ। খেলায় সেরা গোলকিপার নির্বাচিত হন আমির হোসেন জিকো। কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কে কে এসপির আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আনোয়ারুল। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকার কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজায়েত গাজী, মাসুম হাজরা, শেখ জুলফিকার আলী জুলু, আব্দুল জলিল বিশ্বাস। এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সভাপতি ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক জি এমদাদ, কে কে এস পির সদস্য সচিব মহাসিন খান, আজিজুর রহমান, আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ। খেলা পরিচালনা করেন জাতীয় রেফারি রিয়াজ হোসেন। প্রসঙ্গত, টুর্নামেন্টের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি রোজ শনিবার বিকাল ৩ টায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)