Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ০৬:৫৬:২২ পিএম

দাকোপ প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা দিয়েছে খুলনা জেলা কমিটি। গত ২৬ ডিসেম্বর খুলনা শীতলাবাড়ী মন্দির চত্বরে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের কার্য্য নির্বাহী কমিটির একসভা অনুষ্ঠিত হয়। জেলা সহসভাপতি রতন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে গোবিন্দ বিশ্বাসকে আহবায়ক এবং প্রবীর কুমার রায়কে সদস্য সচীব করে ২৫ সদস্যের দাকোপ উপজেলা কমিটি ঘোষনা দেওয়া হয়। একই সভায় চিন্ময় কুমার বিশ্বাসকে আহবায়ক এবং অধ্যাঃ লিপিকা বৈরাগীকে সদস্য সচীব করে ২১ সদস্যের চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার নতুন এই কমিটি গঠন করা হয়েছে। আগামীতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দাকোপে পরিচিতি সভা করে সকলের মতামতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)