খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদানকারী নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে উপাচার্য ড. মোঃ রেজাউল করিম ‘উচ্চশিক্ষায় শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে পেশাগত জ্ঞান’ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আউটকাম বেজড এডুকেশন এবং কারিকুলাম ডেভেলপমেন্ট বিষযে সেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করছেন।