Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০৩:১১:৪৮ এম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল এলাকায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোটাকোল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে রোববার (১১ জানুয়ারি) বিকেলে কোটাকোল বায়তুল ফালাহ দখিল মাদরাসা প্রাঙ্গনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন-লোহাগড়া পৌর যুবদলের যুগ্মআহবায়ক সোহেল রানা লাক্সমি ও ওমর ফারুক খান। কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বি এম এ রকিব টুনুর সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য দেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লব, বিএনপি নেতা আবু হায়াত সাবু, মুসা মোল্যা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামানসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন-প্রবীণ রাজনীতিবিদ শরীফ মুনীর হোসেন, আনোয়ার হোসেন খান, মোল্যা বদিয়ার রহমানসহ বিএনপি, কৃষকদল, মহিলাদল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা কৃষকদলের প্রয়াত সভাপতি খায়রুজ্জামান আলমেরও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)