কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় কর্মরত ১২০ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। তিনি সোমবার সকালে উপজেলা পরিষদের চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, বিআরডির উপপরিচালক মোঃ কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলায় কর্মরত মোট ১২০ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া ওই দিন দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।