Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় মাদক কারবারী কোপা বিল্লাল গ্রেফতার

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ০৭:০৮:১৪ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: থানা পুলিশ সোমবার বেলা আড়াইটায় ফুলতলার জামিরা সড়কে ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারী বিল্লাল হোসেন ওরফে কোপা বিল্লালকে গ্রেফতার করে। সে ওই হোটেল মালিক রাহাত আলি বিশ্বাসের পুত্র। পুলিশ জানায়, গত শুক্রবার বিকালে পুলিশ দামোদর ঋষিপাড়া এলাকার শহিদ ড্্রাইভারের বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি রাজু ও টিটু গাজীকে গ্রেফতার করে। এ সময় অপর সহযোগী কোপা বিল্লাল কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানার এস আই শফিউজ্জামান বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার দুপুরে এসআই বিশ্বজিৎ তাকে গ্রেফতার করে। কোপা বিল্লালের বিরুদ্ধে থানায় ধর্ষণ, মাদক ও চুরিসহ অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)